অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হলো ‘প্রতিশোধ’ ও ‘প্রতিক্ষা’ নামের দুই ছবিতে জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক ও নবাগতা শানাই জুটির কথা। গতকাল সন্ধ্যায় রাজধানীর বিএফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হয়। যদিও এর আগেই জানা গিয়েছিল ছবির সব বিষয়ে সব খবর। একাধিক গণমাধ্যমেও এসেছে সেসব খবর।
দুটি ছবিই পরিচালনা করবেন মুস্তাফিজার রহমান বাবু। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, দু'টি ছবিই নির্মাণ হচ্ছে ভিন্ন স্বাদের গল্পের ওপর ভিত্তি করে। আগামী নভেম্বরে শুটিং শুরু হবে। এখন চিত্রনাট্য লেখার কাজ সামান্য বাকি আছে। সেটা সম্পন্ন হলেই কাজে হাত দিবো আমরা।
মহরতে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু। এছাড়া সিনেমার অন্যান্য শিল্পীসহ কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাইমন সাদিক বর্তমানে ‘নদীর বুকে চাঁদ’, ‘বাহাদুরী’, ‘জান্নাত’, ‘গোলাপতলীর কাজল’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কয়েকটি নতুন সিনেমার কথা চলছে বলেও জানা যায়। অন্যদিকে, শানাই তার ক্যারিয়ার শুরু করছেন মাত্র।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ