অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি শো 'সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া'। এতে বিশ্বের আলোচিত ঘটনা ও বিশেষ মানুষদের সাক্ষাৎকার তুলে ধরা হয়। এবার এতে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকেও।
মডেলিংয়ে এরইমধ্যে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পিয়া। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত সাময়িকী ভোগ এর প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যে কয়জন মডেল আলোর দ্যুতি ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম এই লাস্যময়ী। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে রোম, এমনকি নিউইয়র্কের মঞ্চেও হেঁটেছেন তিনি।
মাস দুয়েক আগে 'সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া' কতৃপক্ষ পিয়ার সঙ্গে যোগাযোগ করেন। ঢাকায় গত ২২ সেপ্টেম্বর তাদেরকে সাক্ষাৎকার দেন। বাংলাদেশ প্রতিদিনকে পিয়া জানান, আন্তর্জাতিক অঙ্গনে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গ এবং ভোগের ভারতীয় সংস্করণে প্রচ্ছদ হওয়ার বিষয়গুলো বিশেষ ওই সাক্ষাৎকারে প্রাধান্য পেয়েছে। বড় একটি অংশজুড়ে ছিল ভোগের অপর মডেল রাউধা আতিফের মৃত্যু।
উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও ক্যারিয়ার গড়তে চান তিনি।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা