বন্ধুত্বের আড়ালেও যেন পূজার চোখে ভালোবাসার ছাপ লক্ষ্য করা যায়। কিন্তু নীলকে কখনোই বুঝতে দেয় না পূজা। দিনের আলো নিভে গেলে ডায়েরি লিখতে বসে পূজা। ডায়েরি যেন পূজার অব্যক্ত কথাগুলোর প্রতিবিম্ব। অখিল পূজার জেঠাতো ভাই। পূজাকে পছন্দ করে। আর নীল পূজার ডায়েরি হাতে পেয়ে জানতে পারে পূজা তাকে ভালোবাসে।
দুজনেই মনের অব্যক্ত কথাগুলো বলে দিতে চায়। পূজা বৈদ্য বাড়ির মেয়ে। নীল সরকার বাড়ির ছেলে। এজন্য নীলের বাবা তাদের মেলামেশাকে ঠিক চোখে দেখে না। নীলের ছোট ভাইকে দিয়ে বাবা জানিয়ে দেয় পূজার সাথে না মিশতে।
সামাজিক মর্যাদা, জাত-বেজাতের লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পটি নিয়ে নির্মাণ করা হয়েছে দূর্গা পূজার বিশেষ নাটক 'পূজার ডায়েরী'। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি.ইউ. শুভ। অভিনয় করেছেন সজল, সারিকা, এস এন জনি। এটিএন বাংলায় শুক্রবার রাত ৮.৫০ মিনিটে প্রচারিত হবে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা