বিবিসির প্রভাবশালী নারীদের তালিকায় জায়গা করে নিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মা। মায়ের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে এই সুখবরটা নিজেই দিলেন এই অভিনেতা।
টুইটে তিনি লিখেছেন, আমার মা এমন একজন নারী যিনি সংরক্ষণশীল পরিবারে বধূ হয়েও সবরকম অন্ধ সংস্কারের বিরুদ্ধে একা লড়াই করেছেন।
নিজের অভিনয়ের দক্ষতায় বলিউডে জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই অভিনেতার জীবনে যে তার মায়ের অবদান সবচেয়ে বেশি তাতে কোনও সন্দেহ নেই। প্রকাশ্যে একাধিকবার নিজের মায়ের লড়াইয়ের কথা বললেও এতো বড় স্বীকৃতি যে তিনি পেয়েছেন তা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন নওয়াজ।
উল্লেখ্য বিবিসির এই তালিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহরুন্নিসা ছাড়াও রয়েছে আরও কয়েকজন ভারতীয় নারী। মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ, শিক্ষাবিদ ও সমাজকর্মী উর্বশী সাহানি এবং ব্যবসায়ী নিত্যা থুম্মালাচেট্টি। তালিকায় মোট ১০০ জন প্রভাবশালী নারীর নাম রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর