রাজকুমার রাওয়ের নিউটন এখন খবরের শিরনামে। চারদিনে বক্স অফিসে প্রায় সাড়ে আট কোটি টাকা আয় করে ফেলেছে সিনেমাটি। আর উপরি পাওনা অস্কার দৌড়।
এরই মধ্যে খুঁত বের করে ফেলেছেন কেউ কেউ। সিনেমাটি দেখার পর অনেকেরই দাবি ‘নিউটন’ ইরানি ছবি 'সিক্রেট ব্যালট' থেকে অনুপ্রাণিত। তা অবশ্য কোনওভাবেই মানতে নারাজ পরিচালক। তার পাল্টা দাবি, অস্কারের দৌড়ে সামিল হওয়ায় কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তার ছবির বদনাম করতে চাইছে। নিউটনের সঙ্গে কোনও বিদেশি ছবির মিল নেই।
এদিকে পরিচালক অনুরাগ কশ্যপ আবার নতুন মিল খুঁজে বের করেছেন। তার দাবি নিউটনের পোস্টারের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি গণশত্রুর পোস্টার।
দুটি পাশাপাশি রাখলে সত্যিই মিলে যাচ্ছে পোস্টারের ধরন। সত্যিই গণশত্রুর পোস্টার নিউটনের পরিচালক নকল করেছেন না একেবারেই কাকতালীয় ভাবে সেটি ঘটেছে সেটা তিনিই বলতে পারবেন। তবে পোস্টার দুটি পাশাপাশি রাখলে যে কেউ বলবেন নিউটনের পোস্টার নকল করেছে গণশত্রুর পোস্টারকে। যদিও দুটি ছবির বিষয় একেবারেই আলাদা।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর