“পদ্মাবতী” ছবির একটি দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন বলিউড তারকা শহীদ কাপুর। এবার তিনি চোট পেয়েছেন গোড়ালিতে।
শ্যুটিং শুরু হওয়ার মুহূর্তেই শহীদ আঘাত পেয়েছিলেন পেশিতে। ঠিক একই ভাবে শ্যুটিং-এর শেষেও তিনি ঠিক একই ভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কারণে শ্যুটিং-এর কিছু কষ্টকর দৃশ্য করতে ব্যর্থ হয়েছেন তিনি। সূত্রের মাধ্যমে পাওয়া খবর, শহীদ কাপুরের আঘাত আরও গুরুতর কিন্তু তিনি এখনি ছুটি নিতে পারবেন না। কারণ গোটা পদ্মাবতীর শ্যুটিং এখন কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না। মাত্র ১০ দিনের শ্যুটিং বাকি আছে তার, আর গোটা ইউনিট ছবিটিকে সঠিক সময় শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। প্রত্যেকেই ছবিটির সাথে যুক্ত এবং মন দিয়ে কাজ করছে।
এমনকী তার মেয়ের প্রথম বছরের জন্ম দিনের জন্য তিনি ছুটি কাটছাট করেছিলেন। ছবির শ্যুটিং চলাকালিন জুন মাসে তার প্রথম আঘত লাগে। তা নিয়ে তিনি আই.আই.এফ.এ অ্যাওয়ার্ডের নাচের অনুষ্ঠানে যোগদান করেন। এর পর প্রচন্ড ব্যাথার যন্ত্রনায় কষ্ট পেলেও তিনি হাসপাতালে যেতে চাননি। কিছু মাত্র ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে তিনি “পদ্মাবতী”-র সেটে ফিরে আসেন শ্যুটিং-এর জন্য। কিন্তু শেষ মুহুর্তে আবার হাঁটুতে চট পাওয়ার ফলে তাঁর শরীরের অবস্থা বেশ খারপ হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল