বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের সেরা বায়োপিকগুলির মধ্যে প্রথম সারিতেই স্থান পেয়েছিল ‘মেরি কম’। এবার ফের আর একটি বায়োপিকে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।
বলিউডে গুঞ্জন, বিখ্যাত বিউটিসিয়ান শাহনাজ হুসেনের বায়োপিকে নাকি অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। গ্ল্যামার জগতের প্রবীণ সম্রাজ্ঞী শাহনাজ হুসেনের বায়োপিক নির্মাণের কাজ করতে চান ছবি নির্মাতা পূজা বেদী। এই ছবির কাহিনি তৈরি হবে শাহনাজের মেয়ে নিলোফার করিমভয়ের লেখা তার মায়ের আত্মজীবনীকে অবলম্বন করে। ‘ফ্লেম: দ্য ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’ বইটি থেকেই ছবির চিত্রনাট্য তৈরি হবে।
বলিউড সূত্রে খবর, আমিরের ‘রং দে বাসন্তী’ ছবির চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডে এই নতুন ছবির গল্প লেখা শুরু করে দিয়েছেন। শাহনাজ হুসেনের চরিত্রের জন্য বলিউডের চার অন্যতম সেরা অভিনেত্রীকে ভেবেছিলেন পরিচালক। তালিকায় ছিল কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও। তবে হুসেনের ইচ্ছে অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়াকেই এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। যদিও প্রিয়াঙ্কা এখনও এই ছবি নিয়ে কোনও কিছু জানাননি।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর