প্রথমবার মঞ্চে একসঙ্গে গাইলেন হৃদয় খান ও নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। শুক্রবার রাতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে গান পরিবেশ করেন তারা।
শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে মাইক্রোফোন হাতে মঞ্চে ওঠেন হৃদয় ও আনিকা। এ সময় সঙ্গে ছিলেন হৃদয় খানের ছোট ভাই প্রত্যয় খান। তাদের মিনিট বিশেকের পরিবেশনায় বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলের হাজারো দর্শক করতালি দিয়ে অভিবাদন জানান।
হৃদয় খানের সাথে পারফর্মেন্স প্রসঙ্গে আনিকা বলেন, গত তিন দিন খুব কষ্ট করেছি। এখন প্রসংশাও পাচ্ছি। হৃদয় খানের সাথে গান করার খুব ইচ্ছা ছিলো। সেটা পূরণ হয়েছে। অসাধারণ একটি প্রোগ্রাম হয়েছে।
পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া জগতে আসেন আনিকা। বর্তমানে স্টেইজ শো-নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। ২০১৬ সালে প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করেন আনিকা।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা