ফের একসঙ্গে অভিনয় করছেন লাক্স তারকা ঈশানা ও অভিনেতা রিয়াজ। এর আগে টেলিফিল্ম 'কাঠগোলাপের শূন্যতা' ও ঈদের একটি সাত পর্বের নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি।
অনেকদিন পর এবার ঈশানা ও রিয়াজ জুটি বেঁধে ‘পিয়াসা’ নামের একটি নাটকে অভিনয় করছেন। শুক্রবার থেকে ‘পিয়াসা’ নাটকের শুটিং শুরু হয়েছে। আজ শনিবার চলছে উত্তরার একটি বাড়িতে শুটিং। বৈরি আবহাওয়ায় থেকে থেকে চলছে নাটকের শুটিং।
‘পিয়াসা’ নাটকটির চিত্রনাট্য ও রচনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চু জানান, ‘পিয়াসা’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর