বিসর্জন সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পৃথকভাবে পুরস্কৃত করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর বনানী পূজা মন্ডপে দেশীয় পোশাকের জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ ও গুলশান-বনানী সার্বজনীন পূজাফাউন্ডেশনেরর পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। এসময় এই অনুভূতি জানাতে গিয়ে আপ্লুত ছিলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।
এদিকে ওপেনিং ড্যান্স ঢাকি দিয়ে মঞ্চ উন্মোচন করা হয়। তারপর মঞ্চ নাচের তালে মাতান অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাদিয়ার নৃত্য পরিচালনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও লিখন রায়। আরো নেচেছেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউলাহ।
নায়করাজ রাজ্জাক স্মরণে বিশ্বরঙের ফ্যাশন শো দেখে অনেকেই ফিরে যান রুপালি যুগে। গান গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন নির্ঝর চৌধুরী, কোনাল, কনা, পুতুল, পলাশ। অনুষ্ঠানের বিশেষ আর্কষন ছিল নন্দিত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও আঁখি আলমগীরের পরিবেশনায় গান ‘কানচা-কানচি’।
বিডি প্রতিদিন/১ অক্টোবর ২০১৭/হিমেল