কড়া নিরাপত্তাব্যবস্থার পরও শেষ রক্ষা হলো না, ফাঁস হয়েই গেল ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অমিতাভ বচ্চনের ছবি। তার অদ্ভুত এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইনেই পাওয়া যাচ্ছে।
‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার চরিত্রগুলোর লুক গোপন রাখার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। কিন্তু সব কিছু ফাঁকি দিয়ে বুধবার অমিতাভ বচ্চনের লুক ফাঁস হয়ে গেছে। ছবিতে বিগ বির দৃষ্টি আর পোশাক দেখে মনে হচ্ছে তিনি যেন হিংস্র এক যোদ্ধা।
এর আগে সেট থেকে ফাঁস হয় আমির খানের একটি ছবি। এর পর থেকেই মূলত তিনি ছবির সেটে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করেন। বন্ধ করা হয় সেলফি তোলা। এছাড়া অপরিচিত কাউকে সেটে প্রবেশ ঠেকানোর জন্য নেয়া হয় অতিরিক্ত নিরাপত্তা প্রহরী। কিন্তু এত কিছু করেও ঠেকানো গেল না ছবি ফাঁস।
‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করছেন জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।
যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এই প্রথম অমিতাভ বচ্চন ও আমির খানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে।
ছবিটি ২০১৮ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ