আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। ছবিটি মুক্তির আগে ট্রাফিক আইন মেনে চলাচল করা নগরবাসীকে বিনা মূল্যে ছবিটির টিকিট দেবেন ঢাকা অ্যাটাক টিমের সদস্যরা। এরই মধ্যে ঢাকার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে অবস্থান নিয়েছেন ঢাকা অ্যাটাক টিমের সদস্যরা। এ ছাড়া এই দলটির সঙ্গে ট্রাফিক আইন মেনে চলার নানা টিপসও দেবেন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা।
এদিকে ছবির প্রচারণার অংশ হিসেবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন ছবিটির নায়ক আরিফিন শুভ ও ঢাকা অ্যাটাক টিমের সদস্যরা। সেসব যায়গায় ছবির ট্রেলার প্রদর্শন, আত্মরক্ষার কৌশল শেখানো, গেম শো পরিচালনায় সহযোগিতা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
ছবিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি, এ বি এম সুমন, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, আলমগীর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন এবং কাহিনিকার উপ–পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/১ অক্টোবর ২০১৭/হিমেল