কমল হাসানের সঙ্গে রজনীকান্তের দূরত্ব সকলেরই জানা। এবার তাদের সম্পর্কে নতুন করে দূরত্ব তৈরি করেছে রাজনীতি। রবিবার চেন্নাইয়ে বিখ্যাত তামিল অভিনেতা শিবাজী গণেশনের স্মৃতিসৌধ উদ্বোধনে গিয়ে রজনীকান্তের কড়া কটাক্ষের শিকার হলেন কমল হাসান।
কমল হাসানকে কটাক্ষ করে তিনি বলেন, "খ্যাতি আর অর্থ দিয়ে রাজনীতি হয় না। তার জন্য আলাদা কিছু লাগে। শিবাজী গণেশন নিজে সেটা বলে গিয়েছেন। আমি জানি আমার সেই জিনিসটি নেই, কমল হয়ত রাজনীতিতে সাফল্যের লাভের সেই উপায় জানা আছে। সেটা অবশ্যই কমল আমাকে বলবে না।"
রজনীকান্ত রসিকতা করে আরও বলেন, "২ মাস আগে এডিএমকের বিরুদ্ধে যখন সরব হয়েছিলেন কমল। তখনই তাকে আমি সেই সাফল্যের চাবিকাঠি কথা জানতে চেয়েছিলাম। কমল আমায় বলেছিল তার সন্ধান দিতে পারি তবে আপনামে আমার সঙ্গে থাকতে হবে।"
যদিও রজনীর এই রসিকতার পাল্টা কোনও জবাব কমল হাসান দেননি। তবে তিনি বলেন, রজনীকান্ত যে স্তরের অভিনেতা, যাকে কোনও গণ্ডীর মধ্যে বেঁধে রাখা যায় না। আজ আমি অভিনেতা না হলেও তার ভক্ত হতাম। এবং এদিন এখানে আসা থেকে কেউ আমাকে আটকাতে পারত না।
উল্লেখ্য, গত কয়েক মাস হল তামিলনাড়ুর রাজনৈতিক জগতে কমলের আনাগোনা নিয়ে জল্পনা বেড়েছে। এডিএমকের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতি নিয়ে সবর হয়েছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ নিয়েও জল্পনা দানা বেঁধেছে। অন্যদিকে রজনীকান্তের রাজনীতিতে যোগদান নিয়েও জল্পনা বাড়ছে। যদিও রজনীকান্ত নিজে এখনও সেরকম কোনও সঙ্কেত দেননি।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর