নতুন করে এই প্রহসন নাটকের কোনো মানে হয় না। তাদের সঙ্গে আমার কখনো মতের মিল হবে না। এটি কোনো সংগঠন নয়, তারা মূলত জাজ মাল্টিমিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
আজ সোমবার রাজধানীর একটি ক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও পরিচালক কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি হিসেবে নাম রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া'র কর্ণধার মো. সেলিম খানেরও। অথচ তিনিই কিনা সংগঠনকে নাটক বলে আখ্যা দিলেন।
জানতে চাইলে সেলিম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঞ্চে সংগঠনের সদস্যদের নাম ঘোষণার সময় আমার কোনো নাম ছিল না। পরবর্তীতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তালিকায় আমার সহ-সভাপতি হিসেবে যোগ করা হয়। তাদের এসব নাটকে আমি নেই।
চলচ্চিত্র ফোরামের সবাইকে নিয়ে এই সংগঠন তাহলে শুধু জাজের দিকে আঙ্গুল তুলছেন কেন? জবাবে সেলিম খান বলেন, উপস্থিত সবাই শুনেছেন যে কেউ কেউ মঞ্চে দাঁড়িয়ে বলেছেন জাজের প্রচেষ্টায় নাকি এই সংগঠন দাঁড়িয়েছে। তাছাড়া এটা নতুন করে বলার কিছু নেই। সম্প্রতিক খবরাখবর ঘাটলে সেটাই প্রতিয়মান হয়। তিনি আরও বলেন, আমি অন রেকর্ড বলছি-কোনো প্রোডাকশন হাউস যদি বছরে ১০ ছবি বানায় আমি সেলিম খান দেশের শিল্পীদের নিয়ে ১৫ ছবি বানাবো।
চলচ্চিত্র ফোরামের সদস্যরা: সভাপতি প্রযোজক নাসিরউদ্দিন দিলু, সাধারণ সম্পাদক পরিচালক কাজী হায়াৎ, সহ-সভাপতি সেলিম খান (শাপলা কর্ণধার), সহ-সভাপতি মোহাম্মদ হোসেন (প্রযোজক), নাদের চৌধুরী (অভিনেতা-পরিচালক), ড্যানি সিডাক (প্রযোজক-অভিনেতা), নাদের খান (হল মালিক)। যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মো. কিবরীয়া লিপু (প্রযোজক ও হল মালিক), সাংগঠনিক সম্পাদক এমবি ইকবাল (প্রযোজক), সহ-সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন (প্রযোজক-অভিনেতা), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নূতন (চিত্রনায়িকা ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মৌসুমী (চিত্রনায়িকা), দফতর সম্পাদক জাহিদ হোসেন (প্রযোজক-পরিচালক), কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল (অভিনেতা)।
এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন প্রযোজক আবদুল আজিজ, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, কাজী মারুফ, নানা শাহ তারিক, শিবা শানু, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ববি, শবনম বুবলী, অভিনেতা ডি জে সোহেল, হাফিজুর রহমান সুরুজ, বড়ুয়া মনোজিত ধীমন, বুকিং এজেন্ট সিরাজুল ইসলাম, অজিত নন্দী ও চিত্রনায়ক শাকিব খান।
বিডি প্রতিদিন/০২ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত