'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জান্নাতুল নাঈমের খেতাব বাতিল হতে পারে বলে জানিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। সোমবার বাংলাদেশ প্রতিদিনকে একথা জানান তিনি। স্বপন চৌধুরী জানান, বিয়ের কাগজপত্র যাচাই-বাচাই করা হচ্ছে। এরপর বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, জান্নাতুলকে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' ঘোষণার পরই নানা ধরনের বিতর্ক শুরু হয়। বিচারকরা অভিযোগ তুলেন আয়োজকদের ইচ্ছায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছেন জান্নাতুল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়। এরই মধ্যে জান্নাতুলের বিয়ের খবর বিতর্কে আরও ঘি ঢালে। আর এমন পরিস্থিতিতে জান্নাতুলের খেতাব বাতিল হতে পারে বলে জানিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/০২ অক্টোবর ২০১৭/আরাফাত