এবার ভয়ঙ্কর রূপে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। অস্ট্রেলিয়ান দুই ভাই কিয়াহ ও ট্রিস্টান রোসে-টার্নারের চলচ্চিত্র 'নেক্রোমেনসার' এর মূল চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত এই অভিনেত্রী।
সিনেমাটিতে অর্থায়ন করছে এন্টারটেইনমেন্ট ওয়ান (ইওয়ান) স্ক্রিন অস্ট্রেলিয়া ও ক্রিয়েট এসডব্লিউ। এবং সিয়েরা ও অ্যাফিনিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইওয়ান সারা বিশ্বে এ চলচ্চিত্রকে ডিস্ট্রিবিউট করবে।
জানা গেছে, নেক্রোমেনসার এক বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র, যা অনেকটা ভয়ঙ্করও। এটা মানুষের বিভিন্ন মানবিক ও অমানবিক আবেগকে তুলে ধরবে। নির্মাতারা তাদের আগের চলচ্চিত্র ওয়ারেমউডের মতো বীভত্স ও কমেডিকে একসঙ্গে এ চলচ্চিত্রেও তুলে ধরছেন।
এর আগে ‘দ্য প্যাশন অব ক্রিস্ট’, ‘ইরেভারসিবল’, ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’, ‘দ্য ম্যাট্রিক্স রেভল্যুশনস’ ও ‘স্পেক্টার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি। সম্প্রতি তাকে বধূবেশে এমির কুস্তরিকার ‘অন দ্য মিল্কি রোড’-এ দেখা গিয়েছিল।
কিয়াহ ও রোসে-টার্নার এবং প্রযোজকরা জানান, মনিকা বেলুচ্চি তার প্রতিভা ও গ্ল্যামার নিয়ে আসছেন। আমরা রোমঞ্চিত যে, একদল হাসিখুশি নতুন মুখের সঙ্গে তাকেও দেখা যাবে।
ও’টুলে এর আগে বিগেলোর ডেট্রয়েট, দ্য ওয়াটার ডিভাইনার, হ্যাকস রিজ ও পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ডেড মেন টেল নো টেলসে কাজ করছেন। অন্যদিকে হব্রিক অ্যালিয়েন কভনেন্ট, ব্লিডিং স্টিল ও উলফ ক্রিকে অভিনয় করেছেন। চলতি বছরেই সিডনির বিভিন্ন এলাকায় নেক্রোমেনসারের শুটিং শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান