বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস'র এবারের পর্বে ১৮ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে। সঞ্চালনার এবারও অভিনেতা সালমান খান। প্রিমিয়ারের পর একটা দিন যেতে না যেতেই বিগ বসের ঘরে শুরু হয়ে গেছে নানা সমস্যা। একে অপরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন প্রতিযোগীরা।
জানা যায়, এবারের পর্বে টেলিভিশন অভিনেত্রী হিনা খান বেশি আলোচনায় এসেছেন। তিনি বিগ বসের কাছে এমন জিনিস চাইলেন, যা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেল। আর তারপর থেকে বিগ বসের নিয়মই অমান্য করছেন এই অভিনেত্রী। যদিও অভিনেত্রী হিনা খান যে খাবার পেয়েছিলেন, তা-ই খেতে চেয়েছিলেন। কিন্তু সেই খাবার ঠাণ্ডা হয়ে গিয়েছিল। তাই তিনি বিগ বসের কাছে মাইক্রোয়েভ চান, যাতে তিনি ঠাণ্ডা খাবার গরম করে খেতে পারেন। কিন্তু বিগ বসের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয় যে, এটা বিগ বসের ঘর। এখানে বিগ বসের নিয়ম চলে। বিগ বসের এই ঘোষণায় অভিনেত্রী হিনা খান বেশ রেগে গিয়ে শো'র নিয়ম অমান্য শুরু করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার