আনিসুর রহমান মিলন অভিনীত নাটক ‘রোদ-বৃষ্টির বিকেল’। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের কিছু মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ রিপন। রচনা ও চিত্রনাট্য করেছেন অয়ন চৌধুরী।
নাটকটি প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকটির গল্প ভাল লেগেছে। ভিন্ন লোকেশনে নাটকটি শুটিং করা হয়েছে। প্রতিটি দৃশ্য পরিচালক অতি যত্নের সঙ্গে ধারণ করেছেন। কাজটি সবার ভাল লাগবে আশা করছি।’
নাটকটির ডিওপি ছিলেন মেহেদি রনি, শিল্প নির্দেশনায় জল তরঙ্গ এবং প্রধান সহকারী আসাদুজ্জামান সবুজ। মো. সারোয়ার মৃধার প্রযোজনায় নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ইশরাত নিশাত, আইরিন তানি, শাহিদুল্লাহ সবুজ, টিপু, রেইনি হাবিবা, পিন্টু, শাফিজ মামুন, রোমেল, রফিক, নুশরাত প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাগর জাহান।
শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালনা শাহনেওয়াজ রিপন।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব