বলিউডে শাহরুখ খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোনটি। উত্তর প্রথমে আসবে বাজিগর ছবির নাম। তবে শুধু শাহরুখ নন, এই ছবিটি টার্নিং পয়েন্ট ছিল কাজল এবং শিল্পা শেঠির ক্যারিয়ারেরও।
কিন্তু, জানেন কি ওই সিনেমার শুটিংয়ের জন্য কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল শিল্পাকে? ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাজিগরের শুটিংয়ের সময় শিল্পা নাকি প্রায় এক ঘণ্টা দড়ির সঙ্গে ঝুলে ছিলেন। ওই শুটিংয়ের পর নাকি অসুস্থও হয়ে পড়েছিলেন শিল্পা। তবে এটা নিয়ে পরবর্তীতে কোনো বিরূপ মন্তব্য করেননি নায়িকা।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব