ইংরেজিতে ব্লু হোয়েল। বাংলায় নীল তিমি। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নাম। কেনো সেটা অনেকেরই জানা। ব্লু হোয়েল একটি ডার্ক ওয়েব ভিত্তিক আত্মঘাতী ভিডিও গেম।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম 'টিম আন্ডারকাভার'এর ২৭ তম পর্বটি করা হয়েছে ব্লু হোয়েল বা নীল তিমি’র আত্মঘাতী জগতের বাসিন্দাদের নিয়ে।
ব্লু হোয়েলের পাশাপাশি আরো প্রাণঘাতি, বিনাশী অনুষঙ্গ আছে সাইবার ওয়ার্ল্ডে। এসবের শিকার ও শিকারীদের অনুসন্ধানী গল্প নিয়েই এবারের টিম আন্ডারকভারের আয়োজন।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/ফারজানা