বরাবরই ‘বিগ বস’ রিয়্যালিটি শো জনপ্রিয়তার শীর্ষে তা আলাদা করে বলার কিছু নেই। শুরু কবে হবে, কে কে আছে, কি থাকবে নতুনত্ব তা নিয়ে বহু জলঘোলা হতে দেখা গেছে। কিছুদিন আগেও বিগ বসের চেয়ার নিয়ে টানাটানিও হতে দেখা গেছিল।
সদ্য শো থেকে বাদ পড়েছিল প্রতিযোগী জুবাইর খান। আর তাঁর পর থেকে একের পর এক অভিযোগ এনেছেন তিনি সালমানের বিরুদ্ধে। এবার শোনা গেল সালমান নাকি তাঁকে ‘কুকুর’ বলে অপমান করেছেন।
আর তারপর নাকি সালমান ক্ষমাও চেয়েছেন শো-এ উপস্থিত সকলের সামনে। এই ঘটনায় সকলে অবাক হতেই পারে। তবে এমনটাই হয়েছে। কিন্তু সালমানের ক্ষমা চাওয়ার কারণটা অন্য। তিনি জুবাইর-কে ‘কুকুর’ বলে নাকি কুকুর-দের অপমান করেছেন। তাই তাদের (কুকুর) কাছে ক্ষমা চেয়েছেন তিনি!
শোনা যায়, জুবাইরের আচরণে ক্ষুব্ধ হয়ে সঞ্চালক সালমান বলেছিলেন, যেভাবে তিনি বিগ বসের বাড়ির মধ্যে আচরণ করছেন তাতে একদিন কুকুর হয়ে যাবেন। এই কথা বলার পরই সকলের সামনে ক্ষমা চাইতে দেখা যায় সালমান-কে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি কুকুর-দের অপমান করেছেন জুবাইরের মত একজনকে কুকুর বলে। জুবাইরের থেকে কুকুর-রা নাকি বহু গুণে ভালো।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/আরাফাত/হিমেল