প্রায় শেষের মুখে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের শো ‘কৌন বানেগা ক্রোড়পতি সিজন-৯’ । খুব শীঘ্রই অফ এয়ার হতে চলেছে জনপ্রিয় এই কুইজ শো-টি। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের এই শোয়ের পরিবর্তে আসতে চলেছে নতুন দু’টি সিরিয়াল।
চলতি বছরের ২৮ আগস্ট শুরু হয় অমিতাভ বচ্চন সঞ্চালিত কুইজ শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ৯’। ভারতীয় টেলিভিশনের সকল শোয়ের মধ্যে সবথেকে জনপ্রিয় শো এটি। শোনা যাচ্ছে, ২৩ অক্টোবর থেকে ‘কৌন বানেগা ক্রোড়পতি ৯’-এর স্লটে শুরু হতে চলেছে ‘হাসিল’ এবং ‘এক দিওয়ানা থা’ নামের দু'টি সিরিয়াল।
তারমানে ‘কৌন বানেগা ক্রোড়পতি সিজন-৯’ অফ এয়ার হলেই অন এয়ার হবে নতুন এই দু'টি সিরিয়াল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর