ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) আগেই সরিয়ে দিয়েছিল তাকে। এবার অস্কার বোর্ড থেকেও ছেঁটে ফেলা হল হলিউডের বিতর্কিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনকে।
কয়েক দিন আগেই অ্যাকাডেমি অব মোশন পিকচার্স জানিয়েছিল, একের পর এক যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগে বিদ্ধ হার্ভিকে নিয়ে তারাও বৈঠকে বসছে। লস অ্যাঞ্জেলেসে সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অস্কার বোর্ড থেকে বহিষ্কার করা হয়েছে নামী এই প্রযোজককে। হলিউডের তারকাদের বেশির ভাগই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
অ্যাকাডেমি বোর্ডের তরফ থেকে বলা হয়, ‘‘এক ব্যক্তি শুধু তার সহকর্মীদের সম্মান করেন না বলে যে আমরা তাকে বাদ দিচ্ছি, এমন নয়। আমাদের ইন্ডাস্ট্রিতে যেভাবে পৈশাচিক যৌন আচরণকে সম্মতিসূচক উপেক্ষার চোখে দেখা হয় বা লজ্জায় মুখ বুজে মেনে নেওয়া হয়, এবার সেই দিন শেষ বলেই এই বার্তাই দিতে চাই আমরা।’’
আগেই হার্ভির বিরুদ্ধে মুখ খুলেছিলেন হলিউড অভিনেত্রী কেট উইস্লেট। ২০০৯ সালে ‘দ্য রিডার’ ছবির জন্য অস্কার পাওয়ার পরে ১৯ জনকে ধন্যবাদ জানিয়েছিলেন কেট। অনুষ্ঠানের আগে তাকে বলা হয়েছিল, হার্ভিকেও যেন ধন্যবাদ জানান তিনি। কেট বলেছিলেন, ‘‘যদি কেউ ভদ্র না হয়, তাঁকে ধন্যবাদ দেব কেমন করে!’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর