ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর আজকের বিশেষ আয়োজন 'স্টার ভয়েস'-এ থাকছেন সঙ্গীতশিল্পী শুভ্র দেব। শনিবার রাত ৯টা-১১টা পর্যন্ত লাইভ সঙ্গীত পরিবেশন করবেন এই সঙ্গীতশিল্পী।
বলবেন তার সঙ্গীত জীবনের বলা না বলা অনেক কথা। সেই সাথে তার জনপ্রিয় সব গান শুনানো হবে শ্রোতাদের। 'স্টার ভয়েস' অনুষ্ঠানটি পরিচালনা করবেন শাওন গানওয়ালা ও এমিল।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/আরাফাত