বলিউডের আলোচিত নায়িকা সানি লিওনের পরবর্তী ছবির নাম 'তেরা ইনতেজার'। মিউজিক্যাল-রোমান্টিক থ্রিলার ঘরানার এ ছবিতে একটি র্যাপ গানের সঙ্গে ছেলের বেশে অভিনয় করতে দেখা যাবে সানি লিওনকে। ছেলের সাজ নিতে নকল দাড়ি-গোঁফ লাগিয়েছেন সানি লিওন।
দাড়ি-গোঁফ লাগানোর অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সানি লিওন। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে লিখেছেন, পুরুষ হওয়া মোটেও সহজ না। পুরুষের বেশে আমি এবং আমার টিম এটা সম্ভব করেছে। বাবা-ভাইয়ের বেশে নিজেকে দেখে মজাই লাগছে!
'তেরা ইনতেজার' ছবিতে সানির সঙ্গে অভিনয় করেছেন আরবাজ খান। রাজীব ওয়ালিয়া পরিচালিত এ ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ নভেম্বর।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/ফারজানা