মাহবুবুল এ খালিদের লেখা গানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে মানবতা, জন সচেতনতা, প্রেম, বিরহ, দেশাত্ববোধক, রূপক, খেলাধুলা ইত্যাদি অসংখ্য বিষয়। এ পর্যন্ত সহস্রাধিক গান লিখেছেন তিনি। যার মধ্যে তিনশ'রও বেশি গানের রেকর্ড হয়েছে।
নিজের লেখা গানে সুরারোপও করছেন মাহবুবুল এ খালিদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক গানে সুর দিয়েছেন তিনি। বিষয়ভিত্তিকভাবে সবগুলো গানই সন্নিবেশিত করা হয়েছে খালিদসংগীত নামের ওয়েবসাইটে (khalidsangeet.com)।
এই ওয়েবসাইটে গানগুলোর অডিও, ভিডিও, মিউজিক ট্র্যাক, রিংটোন আলাদা দেয়া রয়েছে, যাতে সবাই তা সহজেই শুনতে ও ডাউনলোড করতে পারেন।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/ফারজানা