নবাব পরিবারের সবচেয়ে ছোট সদস্য তৈমুর আলি খানের শিশু দিবসটা একটু আলাদাই হয়েছে এবছর। বাবা সাইফ আলি খান তৈমুরের জন্য নিয়ে এসেছেন একটি গাড়ি। যার ব্র্যান্ড নেম এসআরটি জিপ। যার দাম দেড়কোটি টাকা।
জানা গেছে, চেরি রেড রঙের গাড়িটি কেনার পরেই তার পিছনের সিটে তৈমুরের বসার জন্য একটি বিশেষ সিটও লাগিয়ে ফেলেছেন তিনি। এখনও এক বছর হয়নি তৈমুরের । ২০ ডিসেম্বর একবছর পূর্ণ করবে সাইফের ছোট পুত্র। তার আগেই দেড় কোটির গাড়ি হাজির তার জন্য।
সেদিক থেকে দেখতে গেলে এটাই তৈমুরের প্রথম শিশু দিবস সেলিব্রেশন। কাজেই স্পেশাল তো হতেই হবে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর