দেখতে সাধারণ। তাই বলিউডে প্রথমে চান্স পাননি। কিন্তু অভিনয় তার রক্তে। সেই অভিনয়ের জোরে দর্শকদের মন জয় করে নিয়েছেন রাজকুমার। তার অভিনীত ‘নিউটন’ ইতিমধ্যেই অস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যেই সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শাদি মে জরুর আনা’।
শোনা গেছে, একটু সময় পেলেই বিয়েটা সেরে নেবেন অভিনেতা। দীর্ঘদিনের বান্ধবী পত্রলেখার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের এই মেথড অ্যাক্টর।
এই দু’জনের প্রেম ‘সিটিলাইটস’ ছবির সময় থেকেই চলছে। এর আগে বিয়ে নিয়ে রাজকুমারকে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, বিয়ে নামক সামাজিক অনুষ্ঠানে তার কোনও মাথাব্যথা নেই। কিন্তু পত্রলেখার সঙ্গে একসঙ্গে থাকতে পেরেই খুশি তিনি। তবে বলিউডে জোর গুঞ্জন, নিজের মত বদলেছেন অভিনেতা। পত্রলেখার সঙ্গেই সামাজিক স্বীকৃতি নিয়ে সংসার পাততে চান তিনি।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর