'দাঙ্গাল' ছবির দৌলতে ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা এখন অতি পরিচিত মুখ। 'দাঙ্গাল' ছবিতে গীতা ফোগাট ও ববিতা কুমারীর চরিত্রে দেখা গেছে এই দুজনকে।
আমির খানের ছবির সেই দুই 'দাঙ্গাল' কন্যা আজ বেশ জনপ্রিয়। তবে শুধু সিনেমাতেই নয়। ব্যক্তিগত জীবনেও তাদের বন্ধুত্ব বেশ ভালোই। মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় ফাতিমা ও সানিয়াকে।
সম্প্রতি, এই দুই কন্যাকে দেখা গেল ড্যান্স স্টুডিওতে। জোর কদমে নাচের প্রশিক্ষণ চালাচ্ছিলেন তারা। শনিবার নিজেদের নাচের প্রশিক্ষণের ভিডিও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন সানিয়া। যা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই যার ভিউ হয়েছে ১.৫ মিলিয়ন।
সম্প্রতি আমিরের 'সিক্রেট সুপারস্টার' ফিল্মে কোরিওগ্রাফার হিসাবে ডেবিউ করেছেন সানিয়া মালহোত্রা। অন্যদিকে ফাতিমা এখন ব্যস্ত তার আপকামিং ফিল্ম 'থাগস অব হিন্দুস্তান' নিয়ে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর