জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রিমিয়ার শো হতে যাচ্ছে আলোচিত ও দর্শক নন্দিত ছবি 'ঢাকা অ্যাটাক'র। প্রিমিয়ার শো শেষে আগামী পনের ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ১৪টি প্রেক্ষাগৃহে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা দেখতে পাবেন ঢাকা অ্যাটাক।
আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার আধুনিক মালয়েশিয়ার প্রতীক পেট্রনাস ট্যুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ছবির বিভিন্ন কলাকূশলী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা মালয়েশিয়ান সিনেমা ডিস্ট্রিবিউশন কোমপানি "রিগ্যাল পিকচার্স’র পরিচালক নরেশ নাদারাজা।
বর্তমান সময়ে সারা বিশ্বে সারা জাগানো বাংলা চলচ্চিত্র ঢাকা অ্যাটাক ইতিমধ্যে পৃথিবীর অন্যান্য দেশের বাঙালিদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি সামাজিক ভারসম্য রক্ষা করায় পরিবারের সকলকে নিয়ে দেখার মত একটি ছবি। অন্যান্য দেশের মত মালয়েশিয়া প্রবাসীদের মাঝেও চলছে ঢাকা অ্যাটাক নিয়ে মুখরোচক আলোচনা।
বাংলা চলচিত্রের মাইলফলক হিসেবে খ্যাত ‘ঢাকা অ্যাটাক’র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রবাসীর দিগন্ত। রিগ্যাল পিকচার্স’র পরিচালক নরেশ নাদারাজা আরো জানান, মালয়েশিয়ায় ৭ ডিসেম্বর একযোগে কেএলসিসি, প্যাভিলিয়ন মল, সানওয়ে পুত্রা মল, এন ইইউ সেন্ট্রালসহ মোট ১৪টি হলে মুক্তি পাচ্ছে 'ঢাকা অ্যাটাক'। মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশিকে ঢাকা অ্যাটাক ছবিটি দেখার জন্য অনুরোধ করেন নারেশ।
ঢাকা অ্যাটাক এমনি একটি বাংলা ছবি, যেখানে এ্যাকশনের পাশাপাশি সামাজিক বিষয়গুলিকে প্রাধান্য দেয়া হয়েছে গুরুত্বসহকারে। যা সব শ্রেণির দর্শকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ঢাকা অ্যাটাক-এ বাংলাদেশী অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি বাংলাদেশ পুলিশের সোয়াত টিম ও মালয়েশিয়া পুলিশের একটি টিম নিরলসভাবে কাজ করেছে। পাশাপাশি মালয়েশিয়ান জনপ্রিয় দুজন মডেল ও অভিনয় করেছেন এ ছবিটিতে।
ঢাকা অ্যাটাক ছবিটি ইতিমধ্যে বাংলাদেশ, সিংঙ্গাপুর, ফ্রান্স, দুবাই, কাতার, কানাডা, ওমান, আরব আমিরাত, আমেরিকাসহ অনেকগুলো দেশেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।
বিডি প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৭/হিমেল