বেশকিছু দিন ধরে শাকিব-অপু দম্পতিকে ঘিরে যে গুঞ্জণ শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই যেন পূর্ণতা পেতে যাচ্ছে। কারণ শাকিব খান নাকি অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। তবে অপু বিশ্বাস নোটিশটি গ্রহণ করেছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মুসলিম শরীয়াহ আইনের ৭(১) ধারায় নোটিশটি পাঠানো হয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, 'গত ২২ নভেম্বর এই নোটিশটি পাঠানো হয়েছে।' মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হলো নোটিশটি অপুকে সেই দিনই পাঠিয়েছেন কিনা? এবার অ্যাডভোকেট সিরাজ বলেন, 'দেখুন আমার দায়িত্ব তালাকের নোটিশ ইস্যু করা, পাঠানোর দায়িত্ব শাকিব খানের। নোটিশটি আমি তাকে হাস্তান্তর করেছি।'
জানা গেছে, ইতিমধ্যে শালিসি পরিষদের বৈঠকের জন্যও নোটিশ পাঠানো হয়েছে। ৯০ দিনের মধ্যে শালিসি বৈঠকে শাকিব খান এবং অপুর সমঝোতা না হলে পরবর্তীতে ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত