ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন তারা। রেড কার্পেটে দাঁড়িয়ে ক্যামেরার ফ্ল্যাশ যখন কারিনা কাপুরের সামনে ঝলসে উঠছিল, সেই সময় বেশ পোজও দিচ্ছিলেন তিনি। কিন্তু, আচমকাই যেন করিনার সেই পোজের স্রোতে ভাটা পড়ে। তিনি যেন থমকে যান।
কারিনার দিক থেকে ক্যামেরা যখন অন্যদিকে ঘুরতে শুরু করে, তখন দেখা যায়, সেখানে হাজির হয়েছেন কারিনা কাপুরের সাবেক প্রেমিক শহীদ কাপুর। আর সেই কারণেই ক্যামেরার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করেন কারিনা কাপুর খান।
এরপর কারিনার মিডিয়া ম্যানেজার নিজে সেখানে হাজির হন। তিনিই কারিনাকে ক্যামেরার ফ্ল্যাশ থেকে বের করে নিয়ে যান। এই ঘটনার সঙ্গে সঙ্গে করিনা পাপারাৎজিকে পোজ দেওয়ার পাশাপাশি ‘বাইট’ দেওয়াও বন্ধ করে দেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর