যৌথ প্রযোজনার নতুন নীতিমালা ঘোষিত হওয়ার পর প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘নূরজাহান’। তাই ছবিটির মুক্তি নিয়ে আর কোন বাধা থাকলো না। বৃহস্পতিবার সেন্সরে বোর্ডে পূজা-অদ্রিত অভিনীত 'নূরজাহান' ছবিটি প্রদর্শিত হয়।
এদিকে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেছেন, ‘আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।’
দুই কিশোর কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নুরজাহান’। ছবিটি নির্মাণ করেছেন কলকাতার অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আব্দুল আজিজ। সিনেমার কাহিনী লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও ওপার বাংলার অভিমন্যু মুখার্জি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল