বাহুবলি সিনেমায় প্রভাস ও আনুশকা শেঠির প্রাণবন্ত অভিনয় দেখে মু্গ্ধ হন দর্শক। বিশেষ করে সবশেষ বাহুবলি : দ্য কনক্লুশন সিনেমায় বাহুবলি ও দেবসেনা চরিত্রে তাদের রোমান্স দর্শকের মন ছুঁয়েছে। বর্তমানে এ জুটিকে ঘিরে চাউর হয়েছে প্রেম ও বিয়ের গুঞ্জন।
বাহুবলি : দ্য কনক্লুশন সিনেমার পর থেকেই মূলত প্রভাস-আনুশকা শেঠির বিয়ের গুঞ্জন শুরু হয়। তখন এক সাক্ষাৎকারে আনুশকা জানান, রানা দাগ্গুবতির চেয়ে প্রভাস বেশি আকর্ষণীয়। এতে গুঞ্জনের পালে আরো হাওয়া লাগে। তবে শুরু থেকেই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে আসছেন তারা। কিন্তু সাক্ষাৎকার কিংবা সিনেমার প্রচার সব জায়গাতে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাদের।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আনুশকা। সেখানেও প্রভাসের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আনুশকা শেঠি বলেন, ‘প্রভাস ও আমি বিয়ে করছি না। দয়াকরে বাহুবলি-দেবসেনার রসায়ন বাস্তবে আশা করবেন না। এটি শুধু রুপালি পর্দার জন্য।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন