'সাইকো' ও 'স্পার্টাকাস'র মতো ক্লাসিক ছবিতে অভিনয় করা কিংবদন্তী তারকা জন গ্যাবিন (৮৬) আর নেই। নিউমোনিয়ার আক্রান্ত হয়ে শনিবার মারা যান তিনি।এর আগে দীর্ঘ সময় ধরে লিউকেমিয়ার সঙ্গে লড়াই করেছিলেন।ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলে শুক্রবার স্থানীয় সময় সকালে মৃত্যু হয় গ্যাবিনের।
১৯৫৮ সালে 'এ টাইম টু লাভ অ্যান্ড এ টাইম টু ডাই' ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ছবিটি পরিচালনা করেন বিখ্যাত জার্মান নির্মাতা ডগলাস সির্ক।
এরপর আলফ্রেড হিচককের হরর ক্লাসিক 'সাইকো'তে স্যাম লুমিসের চরিত্রটি করেন। স্ট্যানলি কুবরিকের অস্কারজয়ী ছবি 'স্পার্টাকাসে' জুলিয়াস সিজারের চরিত্রে অভিনয় করেন।
'ডায়মন্ডস আর ফরেভার' (১৯৭১) ছবিতে জেমস বন্ডের চরিত্রটিতে তাকে একরকম চূড়ান্তই করে ফেলা হয়। শেষ পর্যন্ত এ চরিত্রে অভিনয় করেন সিন কনেরি। ছোটপর্দায়ও কাজ করেছেন জন গ্যাবিন। টিভিতে 'সোফিয়া লরেন: হার ওউন স্টোরি'তে ক্যারি গ্রান্টের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।
শেষ জীবনে রাজনীতিতে যোগ দেন জন গ্যাবিন। ১৯৮১ সালে রোনাল্ড রিগান সরকারের সময় মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন জন গ্যাবিন। তার মূল নাম জন অ্যান্থনি গোলেনর। সূত্র : ইন্ডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা