'দুলাভাই জিন্দাবাদ' ছবিটি করার পর গত ১৯ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন ডিপজল। দীর্ঘ সময় পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম 'পাথরের মন'। আগামী মার্চ থেকে ছবিটির শ্যুটিং শুরুর কথা রয়েছে। ছবিতে নায়ক হিসেবে সাইমন সাদিক অভিনয় করবেন বলে জানিয়েছেন ডিপজল। এতে সাইমনের নায়িকা হিসেবে পপিকে দেখা যেতে পারে।
'পাথরের মন' ছবিটি পরিচালনা করবেন ছটকু আহমেদ। ছবির বাজেট নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। ছবিটি প্রযোজনা করবেন ডিপজল নিজেই।
নির্মাতা ছটকু আহমেদ জানান, ছবির জন্য ডিপজল নিজেই গল্প তৈরি করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসার ফাঁকে মেয়ে অলিজার সঙ্গে বসে গল্পটি ভেবেছেন তিনি। গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা