ভারতীয় বাঙালি মডেল রুক্মিণী মৈত্র। তিনি আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পণ্য ও ম্যাগাজিনে শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন। যদিও সম্প্রতি মডেল হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছেন। রুক্মিণী মৈত্রর অভিষেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নাম 'চ্যাম্প'। প্রেমিক দেব-এর বিপরীতে ছিলেন তিনি।
গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে ভক্তদের কৌতূহল চরমে তুলে দিচ্ছিলেন এই অভিনেত্রী। বিদেশের কোনো এক সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। মাছ ধরছেন। আর সেই ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি যে কোথায় ঘুরতে গেছেন, কী কী করছেন, সে সব কিছুই জানাননি তিনি। ফলে সকলে ধরেই নিয়েছিলেন, হয়তো প্রেমিক এবং টলিউড তারকা দেবের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন তিনি।
তাই যখন রুক্মিণী ছবিগুলো শেয়ার করছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন ছবিগুলো বোধহয় দেবের তোলা। কেউ কেউ তো আরও একধাপ এগিয়ে বলেই ফেলেছিলেন, ছবিতে ফটোগ্রাফার হিসেবে দেবের নাম উল্লেখ না করে অন্যায়ই করছেন রুক্মিণী।
কয়েকদিন আগেই শেষ হয়েছে দেবের পরবর্তী সিনেমা ‘কবীর’–এর শ্যুটিং। তারপরে বালি–র উবুদ–এ ছুটি কাটাতে যান রুক্মিণী। ছবিগুলো সেখানেই তোলা।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম