ফাগুন ও বসন্ত নিয়ে এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ লিখেছেন বেশ কয়েকটি গান। যার মধ্যে ‘ওই ফাগুনের ঊষায়’, ‘ফাগুন এসে কড়া নাড়ে’ এবং ‘বসন্ত এলো রে’ শিরোনামের গান তিনটি বিশেষ উল্লেখযোগ্য।
তিনটি গানেরই সুর করেছেন জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। ‘ওই ফাগুনের ঊষায়’ গানটি কণ্ঠে ধারণ করেছেন জিনিয়া জাফরিন লুইপা। ‘ফাগুন এসে কড়া নাড়ে’ শিরোনামের গানটি রোমান্টিক ঘরানার। গানটির দুটি ভার্সন করা হয়েছে। একটি যুগল কণ্ঠের। যেটি গেয়েছেন মেহেদী হাসান এবং লাবণ্য। অন্যটি একক কণ্ঠের। এটি গেয়েছেন নন্দিতা।
‘বসন্ত এলো রে’ শিরোনামে আরেকটি গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নি এবং মেহেদী হাসান। সবগুলো গানই মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট এ প্রকাশিত হয়েছে। এসব গান রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানগুলোর অডিও, ভিডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন পাওয়া যাবে খালিদসংগীত ডটকম নামের ওয়েবসাইটে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা