দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি অনেক দিন থেকেই হৃদরোগে ভুগছেন।
বাবার জন্য দোয়া চেয়ে আলী আকবর রুপুর মেয়ে ফারিয়া নাজ জানান, তার বাবার কিডনির সমস্যা শুরু হয়েছে। সাত মাস ধরে তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছে। গত শুক্রবার ডায়ালাইসিস করার সময় তার স্ট্রোক হয়। পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হন রুপু। এ অবস্থায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে আলী আকবর রুপুকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা তাতে রাজি হননি।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল