জনপ্রিয় কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান 'তোমার আকাশ' এর মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় এই মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিলেন নওয়াজিশ আলী খান, মানাম আহমেদ, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, কৌশিক শংকর দাশসহ আরও অনেকেই।
মিউজিক ভিডিওটি নির্মান করেছেন তানিম রহমান অংশু। সুস্মিতা আনিস বলেন, এক তরুণীর মনের স্বপ্ন, ভালো লাগা আর ভালোবাসাকে এ গানটিতে ফোকাস করা হয়েছে। আমি শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এই গানটি সেই চেষ্টার একটি অংশ।
সোহেল আরমানের লেখা গানটির কম্পোজার অদিত রহমান। 'তোমার আকাশ' গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা