বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ কর্মসূচিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব শিল্পীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার সকাল ১১টায় শুরু হবে পরিচ্ছন্নতা অভিযান। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, দক্ষিণ সিটির মেয়র এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত থাকবেন।
এ বিষয় চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, এফডিসি আমাদের কাজের জায়গা। এখানে আমাদের গেট টুগেদারও হয়। এখানের পরিবেশ ঠিক থাকলে কাজের পরিবেশও ভালো হবে। মানসিক প্রশান্তি পেতেই এ সিদ্ধান্ত নিয়েছি।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা