চলতি মাসেই মানিকগঞ্জে ক্যামেরা অন হয় 'আনন্দ অশ্রু' ছবিটির। মোস্তাফিজুর রহমান মানিক নির্মিত এ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। বর্তমানে ছবির একটি রোমান্টিক গানের শ্যুটিং করছেন তারা।গানের কথাগুলো এরকম- 'খুব জানতে ইচ্ছে করে, আদরে বলতে ইচ্ছে করে'।
সম্প্রতি সাইমন সাদিক ও মাহিয়া মাহি 'জান্নাত' ছবির প্রথম ঝলক সামনে এসেছে। গত বছরই ছবির শ্যুটিং শেষ হয়েছে। এ ছবিটিও নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ বছর ছবিটি মুক্তির কথা রয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা