বসন্তকে সামনে রেখে প্রকাশিত হলো জয় শাহরিয়ারের নতুন গান "সুন্দরী"। এটি তার প্রকাশিতব্য চতুর্থ অ্যালবাম "লাপাত্তা"- এর প্রি রিলিজ হিসেবে প্রকাশিত এই সিঙ্গেলটির লিরিক ভিডিও প্রকাশ করেছে আজব রেকর্ডস তাদের ইউটিউব চ্যানেলে।
এছাড়াও জিপি মিউজিক, রবি ও এয়ারটেল ইওন্ডার মিউজিক এবং গান অ্যাপগুলোতে শোনা যাচ্ছে গানটি। বরাবরের মতো গানটির কথা, সুর ও সংগীত করেছেন জয় শাহরিয়ার।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব