গ্ল্যামারের ধারেকাছে নেই নায়ক। নায়িকার পরনেও সাধারণ সিন্থেটিক শাড়ি। পায়ে বেমানান মোজা। আর লম্বা করে টানা সিঁদুর। যেন সাধারণ এক দম্পতি বাড়ির সামনের রাস্তায় বসে রয়েছে। ‘সুই ধাগা’র প্রথম ঝলকে এভাবেই ধরা দিলেন বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা।
‘সুই ধাগা’র প্রস্তুতির ছবি আগেও প্রকাশ্যে এসেছে। তবে তা ছিল শুটিংয়ের ফাঁকে পেয়ে যাওয়া টুকরো ঝলক। এই প্রথমবার অফিশিয়ালি ‘সুই ধাগা’র লুকে দেখা গেল বরুণ-আনুশকাকে। একদম নতুন এই জুটিকে পর্দায় দেখা যাবে মৌজি ও মমতা হিসেবে।
ক্যাপশনে নায়ক নিজেই পরিচয় করে দিয়েছেন দুই চরিত্রের সঙ্গে। পাশাপাশি জানিয়ে দিয়েছেন মুক্তির তারিখও। আগামী সেপ্টেম্বরের ২৮ তারিখ মুক্তি পাবে পরিচালক শরৎ কাটারিয়ার ‘সুই ধাগা’ ছবিটি।
‘সুই ধাগা’ ছবির জন্য আলাদা করে দর্জি হওয়ার প্রশিক্ষণও নিয়েছেন বরুণ। আর আনুশকা আপন করে নিয়েছেন এক সাধারণ পরিবারের গৃহবধূর চরিত্রকে। দু’জনের এই অন্যরকম চেহারা ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকদের। ইতিমধ্যেই প্রায় আট লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই নতুন ঝলক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর