Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:১৭
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:০৭

এবার চোখের ইশারার সঙ্গে চুমু, ফের ভাইরাল সেই প্রিয়া! (ভিডিও)

অনলাইন ডেস্ক

এবার চোখের ইশারার সঙ্গে চুমু, ফের ভাইরাল সেই প্রিয়া! (ভিডিও)
ফাইল ছবি

ভাইরাল হওয়াটাক সহজ করে ফেললেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সেই কারণেই ২৫ সেকেন্ডের একটি ভিডিওর ভাইরাল ঝড় কমতে না কমতে, ফের নতুন ভিডিও নিয়ে হাজির প্রিয়া ৷ আর সোশ্যাল মিডিয়ার বদৌলতে ফের প্রিয়ায় কাবু নেটিজেন। 

নতুন সেই ভিডিওটে এবার আর শুধুই ভ্রু নাচন, মিষ্টি হাসি বা চোখের চাউনিই নয়। সঙ্গে রয়েছে বন্দুক ছোঁড়া চুমু। ভিডিও সৌজন্যে সেই মালায়ালাম ছবি ‘ওরু আদার লাভ’। যার পরিচালক ওমর লুলু।

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর


আপনার মন্তব্য