রক্তের সম্পর্ক নেই। তবুও বলিউড বাদশা শাহরুখ খান তার ছেলে। যার অভিনয় থেকে অনুপ্রেরণা , সেই প্রিয় মানুষটি বহুদিন ধরেই অসুস্থ। তাই মাঝে মাঝেই তার সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে আসা। তার কুশল সংবাদ নেওয়া। সোমবার নিজের আইডল দিলীপ কুমারের সঙ্গে ফের দেখা করলেন শাহরুখ খান।
দিলীপ কুমারের টুইটার হ্যান্ডল থেকে অভিনেতার হয়ে মাঝে মাঝেই টুইট করেন ফয়জল ফারুকি। তিনি দিলীপ কুমারের পারিবারিক ঘনিষ্ঠ বন্ধু। সোমবার দিলীপ কুমারের সঙ্গে শাহরুখের সাক্ষাতের ছবিও শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, ভাল আছেন দিলীপ কুমার।
অভিনয় জীবনের শুরু থেকেই দিলীপ কুমার কিং খানের আইডল। শাহরুখের অভিনয়েও বহু বার স্পষ্ট হয়েছে দিলীপ কুমারের অভিনয়ের ছাপ। বিশেষ করে ‘দেবদাস’ করার সময় তার অভিনয়ে প্রবীণ তারকার অভিনয়ের প্রভাব দেখা গিয়েছিল। দিলীপ কুমারও শাহরুখকে এতটাই ভালবাসেন যে, তাকে বহু দিন আগেই ছেলে পাতিয়েছিলেন তিনি। প্রবীণ অভিনেতার স্ত্রী সায়রা বানু টুইটারে ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন।
গত বছর আগস্ট মাসে প্রায় এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। ২ আগস্ট ডিহাইড্রেশন এবং মূত্রনালীতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা হয়েছিল তার। কিছুটা শারীরিক উন্নতির পর ৯ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।
এরপরই স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দিলীপ কুমারের বাড়িতে গিয়েছিলেন শাহরুখ। সেই সময়ই ছবি শেয়ার করে সায়রা বানু লিখেছিলেন, দিলীপের শাহরুখকে ‘ছেলে’ পাতানোর কথা। শাহরুখ কথা দিয়েছিলেন, মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবেন। সোমবার কথা রাখলেন শাহরুখ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর