কুমারিকা নিবেদিত এবং নির্মাতা শিহাব শাহিন পরিচালিত ভ্যালেন্টাইন ডে ২০১৮ এর বিরতিহীন নাটক 'তুমি যদি বল' প্রচারিত হবে আজ রাত ৯.৫০ মিনিটে আরটিভি'র পর্দায়। নাটকটিতে অভিনয় করেছেন, জনপ্রিয় নাট্যশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, আলিফ চৌধুরী, শিল্পী সরকার এবং কুমারিকা মিস ন্যাচারাল ২০১৭ এর বিজয়ী সুমাইয়া আনজুম। নাটকে গানের কথা ও সুর দিয়েছেন সিরাজুম মনির।
নাটকের গল্পে আবির কী শেষ পর্যন্ত মনের কথা বলতে পেরেছিল? নাকি বন্ধুর বোন বলে ভালোবাসার কথাটা না বলাই রয়ে গেল? শেষটুকু দেখতে চোখ রাখুন চ্যানেল আর টি ভি'র পর্দায়।
প্রতিবছর হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা “কুমারিকা মিস ন্যাচারাল” এর আয়োজন করে আসছে।প্রতিযোগিতার বিজয়ী অংশগ্রহণ করে থাকে কুমারিকা নিবেদিত ভ্যালেন্টাইনস ডে নাটকে। এবারের নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহিন এবং এতে অভিনয় করছেন কুমারিকা মিস ন্যাচারাল ২০১৭ এর বিজয়ী সুমাইয়া আনজুম।
বিডি প্রতিদিন/এ মজুমদার