ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতোয়ারা ছিল তরুণ প্রজন্ম। কিন্তু প্রেম সকলের। আর সে কথাই মনে করাল অমিতাভ বচ্চন ও টার পত্নী জয়া বচ্চনের এক ছবি। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই সেই ছবি ভাইরাল। এই তারকা যুগলের তরুণ বয়সের সেই ছবি ঘিরে উচ্ছ্বসিত টার ভক্তরাও।
জানা গেছে, এদিন এই ছবি ইনস্টাগ্রামের দৌলতে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে, যুবক অমিতাভ ও যুবতী জয়া একটি গাড়ির মধ্যে বসে। অমিতাভকে সেই ছবিতে দেখা যাচ্ছে, অত্যন্ত রোম্যান্টিক ভঙ্গিতে জয়ার চুলের গোছা সরিয়ে দিতে।
ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খোদ অমিতাভ বচ্চন। সঙ্গে তিনি লেখেন, ‘জীবনের স্মৃতিগুলি এমনই সব কোমল মুহূর্তে ভরা।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর