সাধারাণ থেকে 'অসাধারণ' হতে প্রিয়াঙ্কা প্রকাশের সময় লেগেছিল মাত্র ২৪ ঘণ্টা। সপ্তাহ কাটতে না কাটতেই যেন পৃথিবী থেকে মহাকাশ পাড়ি দেওয়া হয়ে গিয়েছে এই দক্ষিণী মেয়ের। একটা ভিডিও ক্লিপ নক্ষত্রসম ঔজ্জ্বল্য এনে দিয়েছে এই ষোড়শীর জীবনে।
পূর্ব পরিকল্পনা ছিল না, সবটাই কাকতালীয়। এমনটাই জানালেন ভাইরাল গার্ল প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। চাহনিতে ঘায়েল করা প্রিয়া নিজের ভাইরাল হয়ে যাওয়া ভিডিও নিয়ে আরও বলেন, "কোনও পূর্ব পরিকল্পনা ছিল না। এই সমস্ত প্রচার, জনপ্রিয়তা, সবই আকস্মিকভাবে ঘটেছে। আমি জানি না কীভাবে এর ব্যাখ্যা করব।"
প্রিয়া এখন ভারতীয় টেলিভিশন চ্যানেলের টিআরপি তোলার বেস্ট অপশন। তবে মুসলিম ভাবাবেগে আঘাত করেছে প্রিয়া প্রকাশ অভিনীত ‘মানিক্য মালারায়া পুভি’ গান। দায়ের হয়েছে একাধিক অভিযোগ। আর এতেই বিচলিত হয়ে এই দক্ষিণী অভিনেত্রী জানিয়েছে, "আমি এই বিষয়ে বিশেষ জানি না। তাই আমার চুপ থাকাই উচিত।"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর