গোপন থেকে গোপনতর। মনের কথা টু সিনে লাইফ। সব এবার বন্দি হচ্ছে আশ্চর্য এক প্যাকেটে। হাটের মাঝে হাঁড়ি ভাঙতে আসছে ‘ভুট’ নামের একটি টিভি শো। যেখানে থাকছেন রাজ চক্রবর্তী থেকে পাওলি, সৌরভ, সায়নী, মৈনাক, আবীর, পায়েল, রুদ্রনীল সহ টলিউডের সব বড় বড় অভিনেতা-অভিনেত্রী।
আর এই সব সেলেবদের সিক্রেটই এই শো-এর প্রধান আকর্ষন। সেই সঙ্গে রয়েছে হাসি-মজা-ঠাট্টার অফুরন্ত রশদ। গত ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই শো। পাঁচটি এপিসোডে দেখানো হবে ‘আশ্চর্য প্যাকেটে’। প্রত্যেক এপিসোডে থাকছেন দু’জন করে সেলিব্রিটি।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল